কয়েকটি বিদেশি নামকরা প্রতিষ্ঠান সম্প্রতি চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করেন তাঁরা।
অর্থনীতির জন্য এটি ইতিবাচক হলেও বিশেষজ্ঞরা বলছে, দেশের স্বার্থ বিবেচনায় সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নিতে হবে।
চট্টগ্রাম বন্দরের টার্মিনাল পরিচালনায় যুক্ত আছে সৌদি আরবভিত্তিক আরএসজিটিআই। এবার বে-টার্মিনাল, লালদিয়াচর টার্মিনাল, মাতারবাড়ী টার্মিনালসহ বেশ কিছু কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ দেখিয়েছে বিশ্বখ্যাত কয়েকটি প্রতিষ্ঠান।
সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে প্রধান উপদেষ্টার সঙ্গে চট্টগ্রাম বন্দরে বিনিয়োগের বিষয়ে আলোচনা করে কয়েকটি প্রতিষ্ঠান। এদের মধ্যে আছে বিশ্বের শীর্ষস্থানীয় বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি-ওর্য়াল্ড এবং এপি মোলার মেয়ার্স্ক।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক বলেন, দেশের অর্থনীতির সঙ্গে তাল মেলাতে সরকারের নীতিগত সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করবে তারা। এ ক্ষেত্রে বন্দরের লাভের বিষয়টিও দেখা হবে।
এদিকে বন্দর বিশেষজ্ঞ মো. জাফর আলম বলছেন, বিদেশি বিনিয়োগ আসা কাঙ্খিত হলেও তার বিভিন্ন দিক যাচাই জরুরি। দেশে স্বার্থ নিশ্চিত করেই বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে হবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।