আজ বৃহস্পতিবার ১৩ই এপ্রিল ২০২৩, দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা ষ্টক এক্সচেঞ্জে ব্লকে ৪৮ টি শেয়ারের মোট লেনদেন হয়েছে ২৮.৩৯ কোটি টাকা। গত কর্মদিবসে ব্লকে মোট ৫১ টি কোম্পানির ট্রেড হয়েছে ৫৭.৭৭ কোটি টাকা। আজ ব্লকে গত দিনের চেয়ে লেনদেন কম হয়েছে ২৯.৩৮ কোটি টাকা।
আজকের ব্লক মার্কেটে ভলিউমের দিক দিয়ে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বারাকা পাওয়ার লিমিটেডের (BARAKAPOWER) লেনদেন হয়েছে ১৪.১২ লাখ। এর পরেই বেশি লেনদেন হয়েছে মেট্রো স্পিনিং ৪.৫০ লাখ, প্রিমিয়ার ব্যাংক ৪.৫০ লাখ, সালভো ক্যামিকেল ৩.৫২ লাখ ও ব্যাংক এশিয়ার লেনদেন হয়েছে ৩ লাখ শেয়ারের।
এছাড়া আজ ব্লকে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে জেমিনি সিফুডের (GEMINISEA), এর পরেই উল্লেখযোগ্য লেনদেন হয়েছে সী পার্ল বিচ, বারাকা পাওয়ার, সালভো ক্যামিকেল ও স্কয়ার ফার্মার।
উল্লেখ্য, বেশ কিছুদিন যাবত বারাকা পাওয়ার লিমিটেডের ব্লকেট মার্কেটে ফ্লোরের চেয়ে ৯/১০% কমে লেনদেন হচ্ছে নিয়মিত। গত ৬ কার্য দিবসে কোম্পানিটির প্রায় এক কোটি ২৪ লাখ ৬ হাজার ৩৭৪ টি শেয়ার লেনদেন হয়েছে।