ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

জেনেক্স ইনফোসিস জুয়েলারি দোকানে ইএফডি মেশিন বসিয়ে ভ্যাট আদায়ে কমিশন পাবে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারের তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড (GENEXIL) ঢাকাসহ ১৭ জেলার সব জুয়েলারি দোকানে (ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস) মেশিন বসিয়ে ভ্যাট আদায় করবে। আদায়কৃত ভ্যাটের একটি অংশ কমিশন হিসেবে পাবে কোম্পানিটি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় বাড়াতে ঢাকাসহ ১৭ জেলার সব জুয়েলারি দোকানে ভ্যাট মেশিন বা ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) বসানোর সিদ্ধান্ত নিয়েছে । এজন্য জুয়েলার্স সমিতির কাছে এসব এলাকার জুয়েলারি প্রতিষ্ঠানের তালিকা চেয়েছে সংস্থাটি।

গত রবিবার এনবিআরের মূসক তথ্যপ্রযুক্তি ও প্রকল্প পরিকল্পনা বিভাগের দ্বিতীয় সচিব মো. শাহাদাত জামিলের এক চিঠির সূত্রে এ তথ্য জানা গেছে।

এ প্রসঙ্গে এনবিআর সদস্য (ভ্যাট বাস্তবায়ন ও আইটি) ড. মো. আব্দুর রউফ  বলেন, ‘ইএফডি কার্যকর করার জন্য সংশ্লিষ্ট খাতের ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করে খাতভিত্তিক ইএফডি স্থাপনের সিদ্ধান্ত নিয়েছি। প্রথমে জুয়েলারি খাত নেয়া হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য খাতও নেয়া হবে।’

দেশে ট্রেডিং স্টেজ ভ্যাট বৃদ্ধির অনেক সম্ভাবনা রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘‌‌আমরা এ সম্ভাবনা কাজে লাগানোর চেষ্টা করছি।’

এনবিআর সূত্রে জানা গেছে, চলতি মাসের শুরুতে জুয়েলার্স সমিতির নেতাদের সঙ্গে ইএফডি স্থাপন নিয়ে আলোচনা করে এনবিআর। এ সময় সমিতির নেতারা জুয়েলারি খাতে ভ্যাট, ব্যাগেজ রুল, সোনা আমদানিসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। একই সঙ্গে তারা জানান, জুয়েলারি খাতে অনেক প্রতিষ্ঠান আছে, যাদের ভ্যাট নিবন্ধন নেই। অনিবন্ধিত এসব প্রতিষ্ঠান নিবন্ধন করাসহ সব প্রতিষ্ঠানে ইএফডি স্থাপনের পাশাপাশি অন্যান্য সমস্যার যুক্তিসংগত সমাধান করা গেলে সরকারের রাজস্ব বাড়বে।

সভায় এনবিআরের কর্মকর্তারা জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, সাভার, গাজীপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, শেরপুর, টাঙ্গাইল, জামালপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটি জেলার সব জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপন করা হবে।

এজন্য জুয়েলার্স সমিতির সভাপতির কাছে এসব জেলার বাজার ও এলাকাভিত্তিক দোকানের তালিকা চেয়েছে এনবিআর। পূর্ণাঙ্গ তালিকা একবারে দেয়া সম্ভব না হলে আংশিকভাবে দেয়ার অনুরোধ জানানো হয়।

এনবিআরের চিঠিতে আরো বলা হয়, জুয়েলারি প্রতিষ্ঠানে ইএফডি মেশিন স্থাপনের বিষয়ে ২৩ জানুয়ারি অংশীজনদের নিয়ে সচেতনতামূলক অনলাইন সভা অনুষ্ঠিত হবে। এর পর পরই জেনেক্স ইনফোসিস ইএফডি স্থাপনে মাঠপর্যায়ে কাজ শুরু করবে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।