শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানি ও পাওয়ার খাতের তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির পর্ষদ কোম্পানিটির শেয়ার মানি ডিপোজিটের ২৮২কোটি ৭৫ লাখ টাকা নন–কিউমুলেটিভ অগ্রাধিকারমূলক (প্রেফারেন্স) শেয়ারে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, শেয়ার মানি ডিপোজিটের টাকা অগ্রাধিকারমূলক শেয়ারে রূপান্তরে বাংলাদেশ সরকারের অনুকূলে ইস্যু করা হবে। এ জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।
চলতি ২০২৪–২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির (জুলাই–সেপ্টেম্বর) শেয়ারপ্রতি লোকসান হয়েছে ১.৯১ টাকা । আগের হিসাব বছরের একই প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ পয়সা। গত ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৬.২৪ টাকা।
সমাপ্ত ২০২৩–২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে।
কোম্পানিটি ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত তিতাস গ্যাসের অনুমোদিত মূলধন ২হাজার কোটি ও পরিশোধিত মূলধন ৯৮৯ কোটি ২২ লাখ ২০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে৫ হাজার ৮২৫ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৯৮ কোটি ৯২ লাখ ২১ হাজার ৮৩১। এর মধ্যে সরকারের হাতে রয়েছে ৭৫ শতাংশ শেয়ার। বাকি শেয়ারের মধ্যে ১৪.৮১ শতাংশ প্রাতিষ্ঠানিক, ০.০৫ শতাংশ বিদেশী ও ১০.১৪ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।