আজ বুধবার (৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক ও লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। বাজার নিয়ে চরম উৎকণ্ঠার মধ্যে বিনিয়োগকারীরা, লেনদেন হয়েছে তিনশো কোটির একটু বেশি।
বেশ কিছু হাউজে ঘুরে হাউজের অফিসারদের অলস সময় পার করতে দেখা গেল। হাউজগুলোতে কোন বিনিয়োগকারী তো আসেইনি বরং ফোন করেও খোঁজ খবর নিতে দেখা যায়নি।বেশ কয়েকজন অফিসারদের সাথে কথা বলে জানা গেল তারা বাজার নিয়ে চরম উৎকন্ঠার মধ্যে আছেন। আগামিতে কি হয় না হয় এই ভেবে।
বাজার উন্নয়নের জন্যে সরকারের জোড়ালো ভূমিকা চাচ্ছেন বাজার সংশ্লিষ্ট সব লোকজন। বিনিয়োগকারীদের দাবি সরকার শেয়ার বাজার নিয়ে বিশেষ প্রণোদনার ব্যবস্থা করলে বাজার দ্রত ইতিবাচক হত।
বাজার সংশ্লিষ্ট একজন অভিজ্ঞ শেয়ার বাজার বিশ্লেষকের সাথে আলাপকালে জানান, বাজার মূলত আস্থার সংকট চলছে। মানুষের কাছে বিনিয়োগযোগ্য ফান্ড থাকলে আস্থার অভাবে বাজারে বিনিয়োগ করছেনা।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, বাজারের সার্বিক দিক থেকে বিবেচনায় নিলে যারা প্রকৃত বিনিয়োগকারী তারা এখন বিনিয়োগ করবেন।
সার্বিক দিক দিয়ে বিবেচনা করলে বিনিয়োগকারীদের মধ্যে অজানা ভয় ও হতাশা বিরাজ করছে।
আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩০৭.০১ কোটি টাকার শেয়ার। যা গতদিন ছিল ৩৬২.৬৭ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গত দিনের চেয়ে ৫৫.৬৬ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৫.৭৭ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১৮৫ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ১.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৯২১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১১৮ টির, দাম কমেছে ২১৪ টি এবং দাম অপরিবর্তিত ছিল ৬৪ টির।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।