ভোজ্যতেলের কিছুটা সরবরাহ বাড়লেও রাজধানীর বেশিরভাগ বাজারে তা এখনো পর্যাপ্ত নয় বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। চাহিদা মতো তেল না পেয়ে হতাশ ভোক্তারাও।
বাজারে গিযে দেখা যায সয়াবিন তেল না পেয়ে ভোগান্তিতে পড়েছেন ভোক্তারা। বিশেষ করে এক ও দুই লিটারের বোতলজাত সয়াবিনের সংকট এখনো রয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা।
তারা জানান, পাইকার ও ডিলাররা এখনো মিল মালিকদের কাছ থেকে পর্যাপ্ত তেল না পাওয়ায় খুচরা বিক্রেতাদের চাহিদা মতো দিচ্ছেন না। এদিকে তেলের সংকট তৈরি করে দাম বাড়নোকে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন ভোক্তারা।
সম্প্রতি ভোজ্যতেলের বাজার স্থিতিশীল রাখা এবং ভোক্তাসাধারণের জন্য ভোজ্য তেলের মূল্য সহনীয় রাখতে সয়াবিন ও পামতেলের পাশাপাশি এবার অপরিশোধিত ও পরিশোধিত সানফ্লাওয়ার তেল ও ক্যানোলা তেলের আমদানির ওপর বিদ্যমান শুল্ক-কর ও মুসক কমানো হয়েছে।
ভোজ্যতেল আমদানিতে শুল্ক ও কর প্রত্যাহারভোজ্যতেল আমদানিতে শুল্ক ও কর প্রত্যাহার
সয়াবিন ও পামতেলের সাম্প্রতিক আন্তর্জাতিক বাজারে উর্ধ্বমুখী দর বিবেচনায় নিয়ে পবিত্র রমযান মাসে পণ্যটির সরবরাহ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে নতুন প্রজ্ঞাপন তিনটির মেয়াদ আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত রাখা হয়েছে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।