মহাকাশে মানুষসহ নভোযান পাঠানোর প্রথম পরীক্ষা দিল ভারত। গতকাল শনিবার (২১ শে অক্টোবর) ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) সফলভাবে ‘গগনযান’ নামে একটি নভোযান উৎক্ষেপণ করার দাবি করেছে।
এ দফায় গগনযানে কোনো মানুষ পাঠানো হয়নি। মানুষসহ পাঠানোর মতো সক্ষমতা আছে কি না, তা যাচাই করতেই গতকাল গগনযানের পরীক্ষামূলক এ উৎক্ষেপণ করা হয়।
২০২৫ সালে তিনজন নভোচারীসহ মহাকাশে গগনযান পাঠানো পরিকল্পনা করছে ভারত। গতকালের পরীক্ষামূলক উৎক্ষেপণের মূল লক্ষ্য ছিল মহাকাশে কোনো দুর্ঘটনার মুখে পড়লে তিন নভোচারী যাতে মৃত্যু এড়িয়ে সমুদ্রে অবতরণ করতে পারেন, তা যাচাই করা। গতকাল পরীক্ষামূলক উৎক্ষেপণের ১০ মিনিট পর তিন নভোচারী সফলভাবে সমুদ্রে অবতরণ করেন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।