ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ভ্রমণ ও অবকাশ খাতের ৫ কোম্পানির যে কারণে ১ম প্রান্তিকে কমেছে মুনাফা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে ভ্রমণ ও অবকাশ খাতে পাঁচটি প্রতিষ্ঠান তালিকাভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকার পাঁচ তারকা মানের লা মেরিডিয়ান (Best Holdings Limited),ওয়েস্টিন ও শেরাটন (Unique Hotel & Resorts PLC) , ইন্টার কন্টিনেন্টাল হোটেল (Bangladesh Services Ltd. ), চট্টগ্রামের পেনিনসুলা হোটেল ও কক্সবাজারের সি পার্ল বিচ রিসোর্ট।

এসব হোটেল গত (জুলাই২০২৪–সেপ্টেম্বর-২০২৪) ১ম  প্রান্তিকে সম্মিলিতভাবে ১২৯ কোটি টাকার ব্যবসা করেছে। গত বছরের একই সময়ে তাদের আয় ছিল ২৭২ কোটি ৪৭ লাখ টাকা। সেই হিসাবে আগের বছরের একই সময়ের তুলনায় এই পাঁচ প্রতিষ্ঠানের সম্মিলিত ব্যবসা কমেছে প্রায় ১৪৪ কোটি টাকা বা ৫৩ শতাংশের মতো।

এই পাঁচ প্রতিষ্ঠানের মধ্যে ঢাকার ইন্টারকন্টিনেন্টাল, চট্টগ্রামের পেনিনসুলা ও কক্সবাজারের সি পার্ল গত (জুলাই২০২৪–সেপ্টেম্বর-২০২৪)প্রান্তিকে লোকসান করেছে।বেস্ট হোল্ডিংস ও ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট মুনাফা করলেও তা আগের বছরের চেয়ে উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। কোম্পানিগুলোর জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এ তথ্য পাওয়া গেছে।

এসব হোটেল পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তারা বলছেন, গত জুলাই–আগস্টে দেশ জুড়ে ছাত্র–জনতার আন্দোলনের সময় পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়েছিল। এ সময় তারকা হোটেলগুলোয় বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও বিদেশি অতিথির যে আগাম বুকিং ছিল, তা–ও বাতিল হয়ে যায়। ফলে এই দুই মাসে বেশির ভাগ তারকা হোটেল ছিল অতিথিশূন্য। যার প্রভাবে চলতি বছরের প্রথম প্রান্তিকে হোটেল ব্যবসায় বড় ধরনের ধাক্কা লাগে।

কর্মকর্তারা আরও বলছেন ‘ছাত্র–জনতার আন্দোলনের প্রভাবে গত জুলাই মাসে আমাদের হোটেলে অতিথি উপস্থিতির হার কমা শুরু করে। আগস্টে  একদম কমে যায়, সেপ্টেম্বরে আগস্টের চেয়ে কিছুটা বেড়েছিল । অতিথি উপস্থিতির হার কমার পাশাপাশি রেস্টুরেন্ট ব্যবসা ও অনুষ্ঠান আয়োজন কমে যাওয়ায় সেখান থেকে আয়ও উল্লেখযোগ্য পরিমাণে কমে যায়। সব মিলিয়ে তাই গত জুলাই–সেপ্টেম্বর প্রান্তিকে হোটেল ব্যবসা মোটেই ভালো যায়নি।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন চলতি অক্টোবর- ডিসেম্বর এই প্রান্তিকে পূর্বের সংকট কিছুটা কাটিয়ে উঠবে ।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।