ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

মোংলা বন্দরে পণ্য খালাস শুরু

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

প্রায় ৪৫ ঘণ্টা কর্মবিরতির পর ধর্মঘট কর্মসূচি প্রত্যাহার করেছেন নৌযান শ্রমিকরা, সরকারের পক্ষ থেকে দাবি পূরণের আশ্বাস পেয়ে।

গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) রাতে নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালকের সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন ও বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়নের নেতারা। বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন তারা।

এদিকে আজ রবিবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মোংলা বন্দরে অবস্থান করা মাদার ভেসেল থেকে আমদানি পণ্য খালাস শুরু হয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের ট্রাফিক বিভাগ এই তথ্য নিশ্চিত করেছে।

১৩টি মাদার ভেসেল থেকে সার, কয়লা, ক্লিংকার ও পাথর খালাস শুরু করে আমদানিকারকরা। সার আমদানিকারক প্রতিষ্ঠান গ্লোরি শিপিংয়ের ব্যবস্থাপক মাহমুদুল ইসলাম ইমন বলেন, নৌযান শ্রমিকদের কর্মবিরতির ফলে বিপুল পরিমাণ পণ্য আটকা পড়ে।

এতে তাদের কয়েক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়। তবে শনিবার রাতে কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়ায় রবিবার সকাল থেকে আবার পণ্য খালাস শুরু করা হয়।

এর আগে চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে সাত খুনের ঘটনায় চার দফা দাবিতে গত বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে শুরু হয় নৌযান শ্রমিকদের কর্মবিরতি। এতে অভ্যন্তরীণ নৌরুটে বন্ধ থাকে পণ্য পরিবহন ও খালাস।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।