শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসি‘র (RENATA) চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) ও (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
আজ ২৪ শে জানুয়ারি অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়েছে।
২য় প্রান্তিকে কোম্পানিটি গত ৩ মাসে (অক্টোবর ২০২৪-ডিসেম্বর ২০২৪) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫.৬৪ টাকা। গত অর্থবছরের একই সময়ে ৩ মাসে শেয়ার প্রতি আয় ছিল ৭.৬৮ টাকা।
অপরদিকে ৬ মাসে (জুলাই ২০২৪-ডিসেম্বর ২০২৪)২ প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১০.৮৩ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১৬.৫৭ টাকা।
৩১ ডিসেম্বর ২০২৪ তারিখে্কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩.৬০ টাকা, যা আগের বছর ২.৮০ টাকা ছিল। কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (NAVPS) হয়েছে ২.৯৭.২৩ টাকা।
রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ার হোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড হয়, বর্তমানে এর নাম রেনাটা পিএলসি।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ২৮৫ কোটি ও পরিশোধিত মূলধন ১১৪ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ২ হাজার ৯১২ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার ৪৯০। এর মধ্যে ৫১.২৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ২০.৯০ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ২১.১৮ শতাংশ বিদেশী বিনিয়োগকারী ও বাকি ৬.৬৩ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।