ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

শিগগিরই ১২টি নতুন কনটেইনার জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে বিএসসির

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শিগগিরই ১২টি নতুন কনটেইনার জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে বিএসসির। চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে গতকাল অনুষ্ঠিত ৪৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ তথ্য জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক।

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত রাষ্ট্রায়ত্ত সংস্থা বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) গতকাল রবিবার ২২ ডিসেম্বর চট্টগ্রাম নগরীর বোট ক্লাবে কোম্পানিটির ৪৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন এবং সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

২০২৩-২৪ অর্থবছরে কর সমন্বয়ের পর  ২৪৯ কোটি ৬৯ লাখ টাকা নিট মুনাফা করেছে, যা ৫৩ বছরের মধ্যে সর্বোচ্চ। পাশাপাশি ২০২৩-২৪ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

কমডোর মাহমুদুল মালেক বলেন, ‘২০২৩-২৪ অর্থবছরে বিএসসির পরিচালনা বাবদ ৪৮৭ কোটি ৭৪ লাখ টাকা এবং অন্যান্য খাত থেকে ১০৮ কোটি ৪৪ লাখ টাকা আয় হয়েছে। অন্যদিকে পরিচালনায় ১৮৯ কোটি ৬১ লাখ টাকা এবং প্রশাসনিক ও আর্থিক খাতে ব্যয় হয়েছে ১২১ কোটি ৯৮ লাখ টাকা। ফলে নিট মুনাফার ভিত্তিতে শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে পরিচালনা পর্ষদ।’

এছাড়া আরপিওর (রিপিট পাবলিক অফার) মাধ্যমে সংগৃহীত ৩১৩ কোটি ৭০ লাখ টাকার মধ্যে ৯৩ কোটি ৪৩ লাখ টাকা ব্যয় হয়েছে। এর মধ্যে ঢাকায় ২৫তলা ভবন নির্মাণে ৫৯ কোটি ৩৫ লাখ, শেয়ার বাজারজাতে ১৭ কোটি ৯৩ লাখ এবং ছয়টি জাহাজ ক্রয়ে ১৬ কোটি ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে বলেও জানান বিএসসির ব্যবস্থাপনা পরিচালক।

কমডোর মাহমুদুল মালেক জানান, সরকারের সহযোগিতায় বিএসসি এরই মধ্যে ছয়টি নতুন জাহাজ সংযোজন করেছে, যার মধ্যে পাঁচটি বহরে যুক্ত করা রয়েছে। ভবিষ্যতে আরো দুটি ক্রুড অয়েল মাদার ট্যাংকার ও দুটি মাদার বাল্ক ক্যারিয়ার নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে বিএসসি।

এছাড়া নিজস্ব অর্থায়নে দুটি বাল্ক ক্যারিয়ার নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শিগগিরই ১২টি নতুন কনটেইনার জাহাজ সংযোজনের পরিকল্পনা রয়েছে বিএসসির। এর মধ্যে দক্ষিণ কোরিয়ার সহায়তায় ছয়টি জাহাজের নির্মাণ প্রক্রিয়াধীন।

এজিএমে জানানো হয়, সরকারের সহযোগিতা ও দিকনির্দেশনার ফলে বিএসসি একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। শেয়ারহোল্ডারদের লভ্যাংশ প্রদানের ধারাবাহিকতা বজায় রেখে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রেখে যাচ্ছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।