ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকোর তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের তিন প্রতিষ্ঠানে নতুন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তালিকাভুক্ত কোম্পানি তিনটি হলো বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা ও শাইনপুকুর সিরামিকস।

আজ বুধবার(৮ জানুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় ৯ জন এবং শাইনপুকুর সিরামিকসে সাতজন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মায় একই ব্যক্তিরা স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পালন করবেন। আর শাইনপুকুরে দায়িত্ব পালন করবেন এই ৯ জনের মধ্যে সাতজন। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত বুধবার (১ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।

 

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা কমিটির সিদ্ধান্ত ও অর্থ মন্ত্রণালয়ের নির্দেশে বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসে ৯ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়। তাঁরা হলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শাহিনুর ইসলাম, বেঙ্গল ওভারসিজের চেয়ারম্যান সৈয়দ রেজাউল করিম, লেখক ও সাংবাদিক সুলতান মাহমুদ বিন জুলফিকার, সনদধারী হিসাববিদদের সংগঠন আইসিএবির প্রেসিডেন্ট মোহাম্মদ ফোরকান উদ্দিন, ফ্রিল্যান্স কনসালট্যান্ট মির্জা আমিনুর রহমান, এমএনএ অ্যাসোসিয়েটের প্রধান নির্বাহী এম নুরুল আলম, ইনফাইনাইজেন্ট কনসালটিংয়ের প্রধান পরামর্শক শেখ নাহার মাহমুদ, সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শাফকাত উল ইসলাম ও বিজিএমইএতে নিযুক্ত প্রশাসক আনোয়ার হোসেন।

বেক্সিমকো লিমিটেডের কোনো কারখানা লে-অফ (বন্ধ) ঘোষণা করা হয়নি

বিএসইসি জানিয়েছে, বেক্সিমকো গ্রুপের তালিকাভুক্ত তিন কোম্পানিতে নিযুক্ত স্বতন্ত্র পরিচালকেরা পর্ষদ সভায় যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর এসব কোম্পানিতে দায়িত্ব পালন করবেন। বিএসইসি বলছে, পরিবর্তিত পরিস্থিতিতে কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের ফলে শেয়ারধারী ও বিনিয়োগকারীদের স্বার্থ অনেক বেশি সুরক্ষিত হবে।

বেক্সিমকো ফার্মার ক্রেডিট রেটিং প্রকাশ

বিএসইসি জানিয়েছে, উপদেষ্টা কমিটির গত ১১ ডিসেম্বরের সভায় বেক্সিমকোর কোম্পানিগুলোতে স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত হয়। আর স্বতন্ত্র পরিচালক নিয়োগের দায়িত্ব দেওয়া হয় বিএসইসিকে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।