চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন সময়সূচিতে লেনদেনের সিদ্ধান্ত স্থগিত করেছে। ফলে রোববার সকাল থেকে আগের সময়সূচিতেই চলছে লেনদেন।
আজ রোববার (২৬ জানুয়ারি) সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে, মঙ্গলবার (২১ জানুয়ারি) সব ট্রেকহোল্ডারকে চিঠি দিয়ে এক্সচেঞ্জটিতে লেনদেনের সময় ৪৫ মিনিট বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। চিঠিতে ট্রেকহোল্ডারদেরকে নতুন সময়সূচি অনুসারে লেনদেন পরিচালনার প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।
আরও পড়ুন…
সরকার আবারও ৩ হাজার কোটি টাকার ইসলামি ধারার সুকুক বন্ড ছাড়ছে
তবে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সময়সীমা অপরিবর্তিত রয়েছে। এ অবস্থায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারেজ হাউস মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারস অ্যাসোসিয়েশন বা ডিবিএর পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি প্রকাশ করা হয়।
আরও পড়ুন…
ইবনেসিনা ফার্মার দ্বিতীয় প্রান্তিক ইপিএস প্রকাশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্রোকারদের সংগঠন ডিবিএর বাধার মুখে লেনদেনের বর্ধিত সময়সীমা স্থগিত করেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)। এর ফলে আগের মতোই সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত এক্সচেঞ্জটির লেনদেন চালু থাকবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।