বাংলাদেশের এসএমই শিল্পে সহায়তার জন্য সিটি ব্যাংক পিএলসিতে ৫০ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করেছে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সদস্য ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
সিটি ব্যাংক সূত্রে জানা গেছে
এ উপলক্ষে সম্প্রতি সিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন এমডি ও সিইও মাসরুর আরেফিন এবং আইএফসির রিজিওনাল ইন্ডাস্ট্রি ডিরেক্টর অব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস গ্রুপ ফর এশিয়া অ্যান্ড প্যাসিফিক অ্যালেন ফরলেমু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে সিটি ব্যাংকের চেয়ারম্যান আজিজ আল কায়সার, আইএফসির বাংলাদেশ, ভুটান ও নেপালের কান্ট্রি ম্যানেজার মার্টিন হল্টম্যানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
একটি রেসপন্স
এটা সুখবর নয়। বরং দেশ থেকে কৌসলে টাকা বাহিরে চলে যাবে। যা কখনও ফেরত আসবে কিনা সন্দেহ।