দেশের শেয়ারবাজারে সিরামিকস খাতে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের উৎপাদন লাইন-২, মেরামত কাজের জন্য বন্ধ থাকারও আবারও উৎপাদনে ফিরেছে।
উল্লেখ্য, মেরামত কাজের জন্য গত ২৬শে নভেম্বর থেকে বন্ধ হওয়া উৎপাদন লাইনটি প্রায় আড়াই মাস পর চালু হলো।
কোম্পানিটি জানায়, মেরামত কাজের জন্য গত ২৬শে নভেম্বর থেকে বন্ধ থাকা উৎপাদন লাইন-২ চালু করে দেওয়া হয়েছে। এতে সময় লেগেছে প্রায় আড়াই মাসের মতো। যদিও কোম্পানিটি দুই মাস সময় লাগবে বলে শুরুতে জানিয়ে ছিলো। এ সময় উৎপাদন লাইন ১, ৩ ও ৪ চালু ছিলো।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।
একটি রেসপন্স