বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ক্রিকেটের তিন ফর্মেটেরই ক্যাপ্টেন, কিন্তু দলকে সামনে থেকে নেতৃত্ব দিতে পারছেন না।
টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। যার কোনওটাতেই প্রভাব রাখতে পারেননি তিনি। অধিনায়ক পারফর্ম করতে ব্যর্থ হওয়াতে দলও ভুগছে নিয়মিত। যদিও শান্ত মনে করেন, অধিনায়ক হলেই প্রতিদিন ভালো খেলতে হবে, ব্যাপারটা এমন নয়!
এবারের বিশ্বকাপে দুই ম্যাচ মিলে ৫৮.৩৩ স্ট্রাইকরেট ও ১০.৫ গড়ে শান্ত ২১ রান করেছেন। তার আউট হওয়ার ধরনও ছিল দৃষ্টিকটু। নিউইয়র্কের বধ্যভূমিতে ১১৪ রান তাড়া করতে নেমে বাংলাদেশ যখন সংগ্রাম করছিল, সেসময় পুল করতে গিয়ে উইকেট বিলিয়েছেন। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরেও আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি।
বুধবার নেদারল্যান্ডসের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের তৃতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, ‘অবশ্যই আমার ব্যাটিং ভালো হয়নি, রান করতে হবে। তবে বাড়তি চাপ অনুভব করছি না। ভালো শুরু পেলে চেষ্টা করবো লম্বা করার। অধিনায়ক দেখে এমন নয় যে প্রতিদিনই ভালো খেলতে হবে, এমনও অনুভব করছি না। তবে ব্যাটার হিসেবে দায়িত্ব আছে যে কতটা অবদান রাখতে পারি। আশা করি, সামনে ভালো কিছু হবে।’
শান্ত মনে করেন, এক ম্যাচে দলের সব ব্যাটার রান পাবে না। দুই/একজন যারা রান পাবে তাদেরই উচিত দলকে টেনে নেওয়া, ‘দুই-তিনজন ভালো ব্যাটিং করেছে। লিটন, হৃদয়, রিয়াদ (মাহমুদউল্লাহ) ভাই ভালো টাচে আছে। টি-টোয়েন্টিতে যেদিন যে খেলবে, তার শেষ করে আসাটা গুরুত্বপূর্ণ। কখনও আশা করি না, সাত ব্যাটার ভালো খেলবে। যে সেট হচ্ছে সে যেন ম্যাচ শেষ করে আসে। অবশ্যই ওপর থেকে শেষ করে আসতে পারলে ভালো।’
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।