ঢাকা শেয়ার বাজার

২৯ অক্টোবর ২০২৫ বুধবার ১৩ কার্তিক ১৪৩২

আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

বেসরকারি খাতের আইসিবি ইসলামিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তবে অন্য ব্যাংকগুলোর মতো এ ব্যাংকটির জন্য নতুন কোনো পর্ষদ গঠন করে দেয়া হয়নি। পর্ষদের পরিবর্তে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মজিবুর রহমানকে সর্বময় ক্ষমতা দেয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বহুবছর যাবত লোকসান দিয়ে কোন এক অবস্থায় টিকে আছে আইসিবি ইসলামিক ব্যাংক। ব্যাংকটির বেশিরভাগ শেয়ারের মালিকানা মালয়েশিয়াভিত্তিক আইসিবি গ্রুপের হাতে। ২০০৮ সালে আইসিবি গ্রুপ ব্যাংকটির মালিকানা বুঝে নিলেও দীর্ঘ এ সময়ে ঘুরে দাঁড়াতে পারেনি।

আইসিবি ইসলামিক ব্যাংকের দেয়া এক চিঠিতে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে মূলধন ও প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে। আর্থিক সংকটের পাশাপাশি পর্ষদের নীতিনির্ধারণে দুর্বলতার কারণে ব্যাংকিং সুশাসন বিঘ্নিত হচ্ছে। পর্ষদ আমানতকারীদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত ছিল। এসব কারণে আমানতকারীদের স্বার্থ ও জনকল্যাণ নিশ্চিত করতে ব্যাংক কোম্পানি আইনের অধীন বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ দেয়া হলো।

কেন্দ্রীয় ব্যাংকের পৃথক এক প্রজ্ঞাপনে বলা হয়, আইসিবি ইসলামিক ব্যাংকের আমানতকারী ও ব্যাংকের স্বার্থরক্ষায় এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানকে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের জন্য নিয়োগ করা হলো।

উল্লেখ্য আইসিবি ইসলামিক ব্যাংকটি দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত আছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।