ঢাকা শেয়ার বাজার

২৪ সেপ্টেম্বর ২০২৫ বুধবার ৯ আশ্বিন ১৪৩২

আজ স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সুষম ও পুষ্টিকর খাবার দেবে সরকার। পুষ্টিহীনতার কারণে অনেক শিক্ষার্থী ক্লাসে মনোযোগ হারিয়ে ফেলছে। এর সমাধানে প্রাথমিক বিদ্যালয়ে পুষ্টিকর খাবার দেওয়া উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য শুরুতে পুষ্টির চাহিদা মেটাতে শিশুদের দুধ খাওয়ার কর্মসূচি হাতে নিচ্ছে সরকার। কয়েকটি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির নাম স্কুল মিল্ক।

 

আজ রোববার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করবেন ওই মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম। মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তর বাস্তবায়নাধীন প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘স্কুল মিল্ক কর্মসূচি’র উদ্বোধন করবেন তিনি। আজ সকালে রাজধানীর তেজগাঁওয়ের ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিনি এ কার্যক্রম উদ্বোধন করবেন।

 

সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, স্কুলের বাচ্চারা দুধ খেতে পারলে তাদের পুষ্টির চাহিদা মিটবে। তাদের মেধার বিকাশ হবে। এতে ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মান প্রয়োজন, সেভাবে বেড়ে ওঠা সহায়ক হবে।

 

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় ৬৫ হাজারের বেশি। শিক্ষার্থী রয়েছে প্রায় দুই কোটি। দুধের পাশাপাশি এসব বিদ্যালয়ে ডিমসহ পুষ্টিকর খাবার বিতরণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।