ঢাকা শেয়ার বাজার

১১ সেপ্টেম্বর ২০২৫ বৃহস্পতিবার ২৭ ভাদ্র ১৪৩২

আমরা নেটওয়ার্কের রাইট শেয়ারের রেকর্ড তারিখ ,টাকা জমা দিতে হবে যে ব্যাংকে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি আমরা নেটওয়ার্কস লিমিটেডের (AAMRANET) রাইট শেয়ার বরাদ্দের জন্য রেকর্ড তারিখ জানিয়েছে

সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটির ১R:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যুর অনুমোদন করেছে।

কোম্পানিটি R: অনুপাতে কোটি ৯৯ লক্ষ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন ৩০ টাকা দামে (শেয়ার প্রতি ২০ টাকা প্রিমিয়ামসহ)।

আগামী ৭ ই মার্চ রেকর্ড তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি। কোম্পানিটি রাইট শেয়ার ইস্যু করে বাজার থেকে ৩ কোটি ৯৯ লক্ষ ৩ হাজার ৩০৪ টি সাধারণ শেয়ার রাইট শেয়ার হিসেবে ইস্যুর মাধ্যমে ৯২ কোটি ৯৭ লক্ষ ৯৯ হাজার ১২০ টাকা উত্তোলন করবে।৭ ই মার্চ রেকর্ড তারিখ পর্যন্ত যাদের শেয়ার থাকবে তারা রাইট শেয়ার পাবেন।

রাইট শেয়ারের টাকা ব্যাংকের মাধ্যমে জমা দেয়া শুরু হবে ২৪ শে মার্চ  শেষ হবে ১৮ এপ্রিল ২০২৪ তারিখে। কোম্পানিটির রাইট শেয়ারের টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিন্মলিখিত শাখা সমূহে জমা দিতে হবে।

কোম্পানিটি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থ ঋণ পরিশোধ, নেটওয়ার্ক সিস্টেম আপগ্রেশন, নেটওয়ার্ক কভারেজ এক্সপেনশন রাইট ইস্যু সংক্রান্ত খরচ করবে।

৩০শে জুন ২০২৩, তারিখে সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ার শেয়ার প্রতি আয় .৬৪ টাকা এবং কোম্পানিটির শেয়ার প্রতি নীট সম্পদ মূল্য ৩৮.১১ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত রয়েছে ইউসিবি ইনভেস্টমেন্টস লিমিটেড।

 

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।