ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

আর্থিক খাত পুরোপুরি এগোতে পারেনি: ড. আহসান এইচ মনসুর

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

গত ৫৩ বছরে অনেকদূর এগিয়েছে ব্যাংকসহ দেশের আর্থিক খাত। তবে যতদূর এগোনোর কথা ছিলো, ততোদূর এগোতে পারেনি বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

আজ রোববার (২৯ ডিসেম্বর) বিআইবিএমের সুবর্ণজয়ন্তী -২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গভর্নর বলেন, দেশের আর্থিক খাত আশানুরূপ এগোতে পারেনি। আমাদের অনেকের দায়িত্ব ছিলো৷ সবাই হয়তো সেই দায়িত্ব পালন করতে পারিনি। তবে বিষয়টি নিয়ে আত্মসমালোচনা করা দরকার। নৈতিকতা বোধ বৃদ্ধি করতে হবে। তানা হলে অর্থই অনর্থের মূলে পরিণত হবে। কেন্দ্রীয় ব্যাংকে অনেক ফান্ড পড়ে আছে, এগুলো নিতে ব্যাংকগুলো আগ্রহ দেখাচ্ছে না।

তিনি আরও বলেন, ব্যাংক খাতের নতুন চ্যালেঞ্জগুলো নিয়ে কাজ করা দরকার। এর মধ্যে জলবায়ু ও গ্রীণ ফাইন্যান্সিং নিয়েও বিআইবিএমকে কাজ করতে হবে। সাসটেইনেবল ফাইন্যান্স বাদ দিয়ে ব্যাংক খাত এগিয়ে যাওয়া সম্ভব না। এজন্য এসএমই ও গ্রীণ ফাইন্যান্স নিয়ে ট্রেনিং দিতে হবে। এছাড়া আন্তর্জাতিক পরিবর্তনের সাথে তাল মিলিয়ে চলতে হবে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।