অনেক দিন ধরে শিরোপা খরায় ইংল্যান্ড। সাম্প্রতিক সময়ে বড় টুর্নামেন্টের কাছে গিয়েও হতাশাই হয়েছে সঙ্গী। এবার তো বিদেশের মাটিতে প্রথম কোনও ফাইনালে থ্রি লায়ন্সরা। ফাইনালের শিরোপা মঞ্চে তাদের প্রতিপক্ষ আসরের সবচেয়ে ছন্দে থাকা স্পেন। যাদের চোখ টুর্নামেন্টের চতুর্থ শিরোপায়। বার্লিনে ম্যাচটা শুরু হবে আজ রাত ১টায়।
সাউথগেটের অধীনে ইউরোর সর্বশেষ আসরের ফাইনাল খেলার পাশাপাশি ২০১৮ বিশ্বকাপের সেমিতে খেলেছে ইংল্যান্ড। সর্বশেষ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালেও খেলেছে। নিজের অধীনে দলের উন্নতিতে খুব গর্বিত সাউথগেট। তাই বার বার স্বপ্ন ভঙ্গ হওয়ায় আজকের ফাইনাল নিয়েও খুব বেশি ভয় কাজ করছে না তার, ‘এই ম্যাচে কী হবে সেটা নিয়ে ভাবছি না। কারণ এসবের মধ্য দিয়ে আগেও গিয়েছি। আমিও চাই খেলোয়াড়রা সেই ভয়ডরহীন বোধটা অনুভব করুক। আমরা হারতে ভয় পাই না। আর এটাই জয়ের সেরা সুযোগ করে দিচ্ছে আমাদের।’
আরও পড়ুন…
কিংবদন্তি মেসি দশম ফাইনালের দ্বারপ্রান্তে
অপর দিকে ইতিহাস গড়তে মুখিয়ে স্পেনও। ১২ বছর পর টুর্নামেন্টের শিরোপা জয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছে না কোনওভাবেই। স্পেন কোচ দে লা ফুয়েন্তে ম্যাচের আগে বলেছেন, ‘আমরা ইতিহাসের সূচনা করতে চাই। ফাইনালে আসার পথে আমরা সেই ইতিহাস এরই মধ্যে গড়েছি। আমি সম্ভাবনাময় ভবিষ্যতে বিশ্বাসী। কিন্তু তাদের বর্তমান ও ভবিষ্যৎ দুটোই দেখা যাচ্ছে।’
দুই দল একে অপরের বিপক্ষে ২৭ ম্যাচ খেলেছে। তাতে ইংল্যান্ডের জয়ের পাল্লাই ভারি। থ্রি লায়ন্সদের জয় ১৪টি। আর স্পেনের জয় ১০টিতে। ড্র হয়েছে ৩টি।
জার্মানির মতো সর্বোচ্চ তিনবার ইউরো জয়ী দল স্পেন। ইংল্যান্ড এখনও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের আসরে শিরোপা জিততে পারেনি। ইংল্যান্ড টানা দ্বিতীয়বার ইউরোর ফাইনালে খেলছে। গত আসরে সেমিফাইনাল খেলা স্পেন অবশ্য সর্বশেষ শিরোপা জিতেছে ২০১২ সালে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।