ঢাকা শেয়ার বাজার

২৭ অক্টোবর ২০২৫ সোমবার ১১ কার্তিক ১৪৩২

এনবিআর প্রবাসী করদাতাদের অনলাইন রিটার্ন আরও সহজ করলো

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রক্রিয়া আরও সহজ করেছে।

অনলাইনে নিবন্ধন ও রিটার্ন দাখিলের ক্ষেত্রে এতদিন যেখানে করদাতার নিজস্ব মোবাইল নম্বরে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) পাঠানো হতো, এখন থেকে বিদেশে থাকা করদাতাদের ই-মেইলে ওই ওটিপি পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতারা এখন থেকে তাদের পাসপোর্ট নম্বর, জাতীয় পরিচয়পত্র নম্বর, ভিসা সিলের কপি, ই-মেইল ঠিকানা এবং ছবি পাঠিয়ে অনলাইনে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।

এসব তথ্য ereturn@etaxnbr.gov.bd ঠিকানায় পাঠালে যাচাই-বাছাই শেষে করদাতার ই-মেইলে ওটিপি ও নিবন্ধন লিংক পাঠিয়ে দেওয়া হবে। এরপর ওই লিংক ব্যবহার করে তারা সহজেই অনলাইনে রিটার্ন দাখিল করতে পারবেন।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে সব ব্যক্তি শ্রেণির করদাতার জন্য—তবে ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সের প্রবীণ করদাতা, শারীরিকভাবে অসমর্থ ও বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা এবং দেশে কর্মরত বিদেশি নাগরিকদের ক্ষেত্রে এই বাধ্যবাধকতা নেই। যদিও এই শ্রেণির করদাতারাও চাইলে ই-রিটার্ন দাখিল করতে পারবেন।

এনবিআর জানিয়েছে, অনলাইনে রিটার্ন দাখিল সম্পূর্ণ ঝামেলাবিহীন এবং এতে কোনও কাগজপত্র বা দলিল আপলোডের প্রয়োজন হয় না। তবে করদাতাকে নিজের আয়, ব্যয়, সম্পদ ও দায়ের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট কাগজপত্র নিজ হেফাজতে সংরক্ষণ করতে হবে।

চলতি কর বছরে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলে করদাতাদের সাড়া ইতোমধ্যেই উল্লেখযোগ্য বলে জানিয়েছে এনবিআর। এ পর্যন্ত ৮ লাখ ৫০ হাজারেরও বেশি রিটার্ন অনলাইনে জমা পড়েছে।

জাতীয় রাজস্ব বোর্ড দেশে ও বিদেশে অবস্থানরত সম্মানিত ব্যক্তি করদাতাদের আগামী ৩০ নভেম্বর ২০২৫ তারিখের মধ্যে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের অনুরোধ জানিয়েছে।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।