ঢাকা শেয়ার বাজার

৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার ২২ মাঘ ১৪৩১

ফাইন ফুডে নতুন ৩ পরিচালক নিযুক্ত, সামনে এগিয়ে নেয়ার প্রত্যাশা

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি ফাইন ফুডস লিমিটেডের (FINEFOODS) ৩০ তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্বতঃস্ফূর্ত ভাবে সম্পন্ন হয়েছে।

আজ শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে হাইব্রিড মাধ্যমে কোম্পানির রেজিস্টার অফিস কটিয়াদী কিশোরগঞ্জে অনুষ্ঠিত হয়। কোম্পানির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় পরিচালক পর্ষদের সদস্যগনসহ বহু শেয়ারহোল্ডার স্বশরীরে ও অনলাইনে সংযুক্ত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা ৩০ জুন ২০২৪ সালে সমাপ্ত হিসাব বছরের জন্য পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি বিবেচনা করে, শুধুমাত্র কোম্পানির স্পনসর/পরিচালক ছাড়া সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং অন্যান্য এজেন্ডা অনুমোদন দেন।

সভায় শেয়ারহোল্ডাররা পরিচালকের নির্বাচন, পুনঃনির্বাচন বা নিয়োগ অনুমোদন দেন। কোম্পানি আইন ১৯৯৪ এর বিধানগুলি মেনে জনাব নজরুল ইসলাম পরিচালক থেকে অবসর গ্রহণ করেছিলেন এবং পুনঃনির্বাচনের জন্য যোগ্য হওয়ায় তাকে পুনরায় কোম্পানির পরিচালক হিসেবে নির্বাচিত করা হয়। জনাব মোঃ সালাউদ্দিন হায়দার, জনাব বিশ্বজিৎ দাস এবং সেন্টেক্স ফ্যাশনস লিমিটেড (জনাব মোঃ জসিম উদ্দিন আহমেদের জন্য মনোনীত) কোম্পানির পরিচালক হিসেবে নতুন নিযুক্ত হয়েছেন।

সভায় অডিটর নিয়োগ এবং তাদের পারিশ্রমিক ঠিক করা হয়।মেসার্স জি. কিবরিয়া অ্যান্ড কোং হিসাবে, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস সেখানে গত আর্থিক বছর ২০২৩-২০২৪ অডিটিং কাজ করছিলেন এবং পরিচালনা পর্ষদের সুপারিশ অনুযায়ী, অডিটর মেসার্স জি. কিবরিয়া অ্যান্ড কোং, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট,  অডিটর হিসাবে পুনঃনিযুক্তির জন্য যোগ্য হয়ে, ৩১ তম এজিএম শেষ না হওয়া পর্যন্ত তার পদে থাকার বিষয়টি পরিচালনা পর্ষদ দ্বারা নির্ধারিত হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম.এ ফয়েজ । শেয়ারহোল্ডারগন কোম্পানীর সার্বিক সফলতা কামনা করেন।

কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যান্য পরিচালকবৃন্দ শেয়ারহোল্ডারদেরকে তাদের সমর্থন ও পৃষ্ঠপোষকতার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বিগত বছরের আর্থিক অবস্থা তুলে ধরেন ও শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

সভা পরিচালনা করেন কোম্পানি সচিব মোহাম্মদ সোহেল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য,স্বাধীন পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা ও শেয়ারহোল্ডাররা।

নতুন ৩ পরিচালক আশাবাদ ব্যক্ত করে জানান, ফাইন ফুডকে তারা সামনে এগিয়ে নিয়ে যাবেন। ভবিষ্যতে কোম্পানির সম্পদকে কাজি লাগিয়ে কিভাবে কোম্পানির আয় বাড়ানো যাবে সে ব্যাপারে তারা উদ্যোগি হবেন।

ফাইন ফুডসের চেয়ারম্যান দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

সভায় ২০২৩-২০২৪ ইং অর্থ বছরের পরিচালকমন্ডলীর প্রতিবেদন ও নিরীক্ষিত হিসাব বিবরনীসহ অন্যান্য সকল এজেন্ডা ও বিশেষ এজেন্ডা হিসেবে সর্বসম্মতিক্রমে অনুমোদিত ও গৃহীত হয়।

ফাইন ফুডস লিমিটেড ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি পরিশোধিত মূলধন ১৩ কোটি ৯৭ লাখটাকা। রিজার্ভে রয়েছে ১৩ কোটি ৯৭ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যাকোটি ৩ লাখ ৭৩ হাজার ৯১৮ এর মধ্যে ১৫.২৫ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া ২৭.২৪ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাকি ৫৭.৫১ শতাংশ শেয়ার সাধারণবিনিয়োগকারীদের হাতে রয়েছে।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।