বিশ্ববাজারে স্বর্ণের মূল্যের ঘোড়দৌড় যেন থামছেই না; বরং লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। এতে রেকর্ড ভেঙে একের পর এক নতুন ইতিহাস গড়ছে মূল্যবান এই ধাতু স্বর্ণ।
পাশাপাশি দাম বেড়ে সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে রুপাও।
বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১৩ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৪৪ দশমিক ২৯ ডলারে, যা সেশনের শুরুতে পৌঁছেছিল রেকর্ড ৪ হাজার ৫৯ দশমিক ৩০ ডলারে। একই সময়ে ডিসেম্বর ডেলিভারির জন্য মার্কিন স্বর্ণের ফিউচার ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬২ দশমিক ৫০ ডলারে।
বিশেষজ্ঞরা বলছেন, নতুন মার্কিন-চীন বাণিজ্য উত্তেজনা এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর প্রত্যাশার কারণে নিরাপদ বিনিয়োগ মাধ্যম হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ছে। এতে স্বর্ণের বাজারে নতুন রেকর্ড তৈরি হয়েছে।
ক্যাপিটাল ডটকমের বিশ্লেষক কাইল রোডা বলেন, ‘মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বর্ণের জন্য কম অনুকূল ছিল, কিন্তু এখন মার্কিন-চীনের বাণিজ্য উত্তেজনার কারণে ঝুঁকির পুনরাবির্ভাব ঘটেছে।’
এদিকে একই কারণে রুপার দামও সর্বকালের সর্বোচ্চে পৌঁছেছে। বিশ্ববাজারে স্পট সিলভার ২ শতাংশ বেড়ে রেকর্ড সর্বোচ্চ ৫১ দশমিক ৫২ ডলার প্রতি আউন্সে বেচাকেনা হচ্ছে। গোল্ডম্যান শ্যাক্স জানিয়েছে, বেসরকারি বিনিয়োগের কারণে মধ্যমেয়াদে রুপার দাম আরও বাড়তে পারে। তবে স্বর্ণের তুলনায় স্বল্পমেয়াদে অস্থিরতা এবং নিম্নমুখী ঝুঁকি রয়েছে।
ভূ-রাজনৈতিক ঝুঁকি, কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ ক্রয়, এক্সচেঞ্জ-ট্রেডেড তহবিলের প্রবাহ, ফেডের সুদের হার কমানোর প্রত্যাশা এবং শুল্কজনিত অর্থনৈতিক অনিশ্চয়তার কারণে গত বছরে অ-ফলনশীল স্বর্ণের দাম ৫৪ শতাংশ বেড়েছে। বাজার মনে করছে, অক্টোবর ও ডিসেম্বর মাসে ফেড ২৫-বেসিস-পয়েন্ট করে সুদের হার কমাতে পারে। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েল ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর বিজনেস ইকোনমিক্সের (এনএবিই) বার্ষিক সভায় ভাষণ দেবেন, যা নতুন করে সুদের হার কমানোর ইঙ্গিত দিতে পারে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।