ঢাকা শেয়ার বাজার

১৮ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার ৩ পৌষ ১৪৩২

ভোলায় ট্রাক-গাড়িভর্তি দুটি ফেরি ২১ ঘণ্টা নদীতে ভাসছে

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

ভোলায় প্রায় ২০টি ট্রাক ও ৫ থেকে ৬টি ছোট গাড়ি নিয়ে দুটি ফেরি ২১ ঘণ্টা ধরে মেঘনা ও ইলিশা নদীতে ভাসছে। ফেরি দুটির নাম কদম ও কিষানি। গতকাল মঙ্গলবার বেলা দুইটার পর ঝড়ের সময় শতাব্দী নামের যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ভোলার ইলিশা ফেরিঘাটের পন্টুন-গ্যাংওয়ে দুমড়েমুচড়ে গেছে।

এর পর থেকে ফেরিঘাট অচল থাকায় কোনো ফেরি ভিড়তে পাচ্ছে না। এ কারণে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে এখনো ফেরি চলাচল বন্ধ আছে। ঘটনার পর গাড়ির যাত্রীরা ট্রলার ও নৌকায় করে চলে যান। আজ বুধবার বেলা ১১টার দিকেও ফেরি দুটি ভাসতে দেখা গেছে।

ভোলার ইলিশা ফেরিঘাটের ব্যবস্থাপক মো. পারভেজ খান, মেরিন কর্মকর্তা মো. আল আমিন ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বেলা আড়াইটার দিকে মেঘনা নদীতে ঝড় ওঠে। ঝড়ের সময় বরিশাল-ভোলা-লক্ষ্মীপুর নৌপথে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চ শতাব্দী নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়াটার ইলিশা ফেরিঘাটে ধাক্কা দেয়।

এতে ঘাটের পন্টুন ও গ্যাংওয়ে দুমড়েমুচড়ে যায়। পাশের লোওয়াটার ঘাটের পন্টুন ও গ্যাংওয়েও বিকল হয়ে যায়। তখন থেকে ইলিশা ঘাটে ফেরি ভিড়তে পারছে না। এতে দুটি ফেরিতে থাকা প্রায় ২০টি ট্রাক ও ৫ থেকে ৬টি গাড়ি আটকে পড়ে। তবে যাত্রীরা সেখান থেকে নেমে নৌকা ও ট্রলারের করে চলে গেছেন। বর্তমানে কদম নামের ফেরিটি ভোলা সদর উপজেলার রাজাপুর জোড়খাল এলাকায় ইলিশা নদীতে নোঙর করা আছে। আর কিষানি নামের ফেরিটি একই ইউনিয়নের রামদাসপুরচরে মেঘনা নদীতে নোঙর করা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল বিভাগীয় নদীবন্দরের উপপরিচালক মো. সেলিম বলেন, গতকালই একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রতিবেদন দাখিল করেছে। আজ সকালে টাগজাহাজ (সংস্কারকাজে নিয়োজিত জাহাজ) পাঠানো হয়েছে। পন্টুন ও গ্যাংওয়ের ফাটল ঝালাই করে পানি বের করে যথাস্থানে পুনঃস্থাপন করে সচল করা হবে। দ্রুতই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন তিনি।

Author

  • 'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।

    'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।

    View all posts
Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।