ঢাকা শেয়ার বাজার

১৭ ডিসেম্বর ২০২৫ বুধবার ২ পৌষ ১৪৩২

সিংগার বিডির মুনাফায় উস্ফোলন

সবার আগে শেয়ার বাজারের নির্ভর যোগ্য খবর পেতে আপনার ফেসবুক থেকে  “ঢাকা শেয়ার বাজার ডট কম” ফেসবুক পেজে লাইক করে রাখুন, সবার আগে আপনার ওয়ালে দেখতে। লাইক করতে লিংকে ক্লিক করুন  facebook.com/dhakasharebazar2024

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইঞ্জিনিয়ারিং খাতের কোম্পানি সিংগার বাংলাদেশ  লিমিটেডের(SINGERBD ) এর চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (এপ্রিল ২৩জুন ২৩) (জানুয়ারি২৩জুন২৩)অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ ২০ জুলাই ২০২৩ অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে এই প্রতিবেদনপর্যালোচনা অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

২য় প্রান্তিকে মাসে (এপ্রিল ২৩জুন ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস )হয়েছে.৭২ টাকা। গত অর্থবছরের একই সময়ে মাসে শেয়ার প্রতি আয় হয়েছিল .৪০ টাকা।

গত মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে  ২৩৭ শতাংশ।

অপরদিকে গত মাসে (জানুয়ারি ২৩জুন ২৩) প্রান্তিক মিলে কোম্পানিটির শেয়ার প্রতিআয় হয়েছে .৮৫ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল .৩১টাকা।গত ৬মাসে কোম্পানির (ইপিএস) আয় আগের চেয়ে বেড়েছে  ১৫৩ শতাংশ।

গত ৩০ শে জুন ২০২৩ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং নগদপ্রবাহ(NOCFPS) ঋণাত্মক হয়েছে (.৫৮)টাকা, যা আগের বছরে ঋণাত্মক ছিল (৩৪.০৫) টাকাএবং শেয়ার প্রতি নিটসম্পদ মূল্য (NAVPS) হয়েছে ৩৪.৮৩ টাকা। যা আগের বছরে ছিল২৯.৯৭ টাকা।

Author

Share on facebook
Facebook
Share on whatsapp
WhatsApp
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
আপনি এটাও পড়তে পারেন
শেয়ার বাজার

আপনি এই পৃষ্ঠার কন্টেন্ট কপি করতে পারবেন না।