আজ মঙ্গলবার ১লা আগস্ট ২০২৩, দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টকএক্সচেঞ্জের (সিএসই) সূচক আজ শুরু থেকে শেষপর্যন্ত ইতিবাচক ধারাতে ছিল, তবে আজ লেনদেন গতদিনের চেয়ে কমেছে।
আজ সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ২৫.৩৮ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৭০৮.৮২ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ৮.৬৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকাল ছিল১০.৬৭ কোটি টাকা। আজ সিএসইতে গত দিনের চেয়ে ২ কোটি ২ লাখ টাকার কম শেয়ার ওমিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে।এর মধ্যে দাম বেড়েছে ৭৬ টির, কমেছে ৩৫টির এবং অপরিবর্তিত ছিল ৫৯ টি কোম্পানির।

আজ সিএসই তে দাম বৃদ্ধির শীর্ষ ১০ তালিকায় বিভিন্ন খাতের শেয়ার উঠে এসেছে।তবে ইন্সুরেন্স ও লোপেইড শেয়ারের প্রধান্য ছিল।