আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের ৩য় কার্যদিবসে মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে। তবে গতদিনের তুলনায় আজ লেনদেনের পরিমাণ কমেছে। তবে বেড়েছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।
আজ ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩.৬৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫১২৬.৪২ পয়েন্টে।
অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪.৬৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১৪৫.৪৮ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৬.৯৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩২৮ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৩৪৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার।
আজ লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩ টির, কমেছে ১৫২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৭ টি কোম্পানির বাজারদর।
আজ সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় লেনদেন শেষ হয়েছে ,নিষ্প্রাণ বাজারে বেশ কিছু হাউজ ঘুরে দেখা গেল হাউজের লোক বা বিনিয়োগকারীদের তেমন কোন উৎফুল্লতা লক্ষ্য করা যায়নি।আজ লেনদেন হওয়া ৪০২ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩ টির, বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে ১০/২০ পয়সা।যে কারণে উপকৃত হচ্ছেন না বিনিয়োগকারীরা।
নাম প্রকাশ না করার শর্তে একটি হাউজের নির্বাহি কর্মকর্তা বললেন, যে বাজারে ভালো মৌলভিত্তির শেয়ার কিনেও বিনিয়োকারীদের আফসোস করতে হয়, সেই বাজার নিয়ে মানুষ কিভাবে আশাবাদী হতে পারে? তার মন্তব্য বাজারকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দিতে হবে।তাহলে বাজার অটোমেটিক স্বাভাবিক হবে। খেয়াল রাখতে হবে যেন কোন অনিয়ম না হয়। বাজারে শুধু অনিয়ম গুলো রুখে দিতে পারলে বাজার আপন গতিতে চলত,বাজারকে তার স্বাভাবিক গতিতে ছেড়ে দিলে এমন খারাপ অবস্থা হতো না।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।