আমরা যারা মুসলমান তাদের সবার ই ফরজ গোসলের ব্যাপারে কম বেশি জানা আছে।মূলত ইসলামের পরিভাষায়, গোসল হল সমস্ত দেহ ধৌত করার মাধ্যমে পূর্ণ পবিত্রতা অর্জনের একটি পন্থা। কতিপয় ধর্মীয় উপাসনা এবং আচার–আনুষ্ঠান পালনের পূর্বশর্ত হচ্ছে গোসল। সকল প্রাপ্তবয়স্ক মুসলমান নর–নারীর যৌনসঙ্গম, যৌনস্থলন (যেমন: বীর্যপাত), রজঃস্রাব সমাপ্তির পর, সন্তান প্রসবের পর এবং স্বাভাবিক কারণে মৃত্যুর পর গোসল করা ফরজ (বাধ্যতামূলক) হয়।
আজ আমরা ফরয গোসলের সঠিক পদ্ধতি নিয়ে কোরআন ও সুন্নাহভিত্তিক আলোচনা করব।
গোসলের ফরয তিনটিঃ
১। ভালোভাবে কুলি করা। (সুরা মায়েদা–৬)
গড়গড়াসহ কুলি করা সুন্নাত। তবে রোযাদার হলে গড়গড়াসহ কুলি করা যাবে না,শুধু কুলিকরবে।
২।নাঁকের নরম স্হান পর্যন্ত পানি পৌঁছানো। (মায়েদা–৬) নাকের মধ্যে শুকনো ময়লাথাকলে তাও দূরভীত করবে,তবে রোযা অবস্হায় শুধু নাকে পানি দিবে নরম হাড় পর্যন্ত পানিপৌঁছানো যাবে না।
৩। সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরয, যেন কোথাও এক চুল পরিমাণ শুকনো না থাকে ।( সুরা মায়েদা–৬, তিরমিযী ১০৩,বাহরুর রায়েক ১/৪৫, শামী ১/১৫১,হেদায়া ১/২৯)
ফরয গোসলের সঠিক পদ্ধতি ও সুন্নাত তরিকাঃ
গোসলের আগে প্রস্রাব–পায়খানা সেরে নেবে। এতে বীর্য ইত্যাদি সম্পূর্ণরূপে বের হওয়া সহজহয়।
১। শুরুতে নিয়ত করবে, এবং বিসমিল্লাহির রাহমানির রাহীম পড়বে। (বুখারী ২৪৮)
২।দুই হাত কবজি পর্যন্ত পৃথকভাবে তিনবার ধৌত করবে। (বুখারী –২৪৮)
৩। এরপর ডান হাতে পানি নিয়ে বাঁ হাত দিয়ে শরীরের যেসব জায়গায় বীর্য ও নাপাকি লেগেথাকে, তা তিনবার ধুয়ে পরিষ্কার করবে। (মুসলিম শরীফ ৩২১)
৪। নাপাকি লেগে থাকুক বা না থাকুক সর্ব অবস্হায় গুপ্তাঙ্গ ধৌত করবে এরপর উভয় হাতভালো করে ধুয়ে ফেলবে। (বুখারী–২৪৯)
৫। তারপর নামাজের অজুর মত ভালোভাবে অজু করবে, তবে পা ধৌত করবে না। গোসলেরশেষে ধুয়ে ফেলবে। (বুখারী শরীফ ২৫৭–২৫৯)
৬। অতঃপর পুরো শরীর ধোয়ার জন্য প্রথমে মাথায় পানি ঢালবে। (বুখারী – ২৫৬)
৭।তিনবার ডানে অর্থাৎ ডান কাঁধে তারপর তিনবার বাঁয়ে বা বাম কাঁধে পানি ঢালবে।(বুখারী– ২৫৪)
৮। পুরো শরীর ভালোভাবে ধুতে হবে, যেন শরীরের কোনো অংশ এমনকি কোনো পশমওশুকনো না থাকে। (বুখারী ২৭৪, আবূ দাউদ ৪৯, ইবনে আবি শায়বা ৮১৩)
তবে সাগর, নদী, পুকুর ইত্যাদিতে গোসল করলে কিছুক্ষন ডুব দিয়ে থাকলে তিন বার পানিঢালার সুন্নাত আদায় হয়ে যাবে।(আবূ দাউদ ২৪৯, ইবনে আবি শায়বা ৮১৩)
৯। সমস্ত শরীর হাত দ্বারা ঘষে মেজে ধৌত করবে। (তিরমিযী ১০৬)
১০।নাভি, বগল ও অন্যান্য জায়গায় পানি দিয়ে ভালোভাবে ধুতে হবে। সব শেষে গোসলেরজায়গা থেকে সামান্য সরে গিয়ে দুই পা তিনবার ধুয়ে নেবে। (হেদায়া : ১/৩০)
১১।উঁচু স্থানে বসে গোসল করবে, যাতে পানি গড়িয়ে যায় ও গায়ে ছিটা না লাগে। পানিরঅপচয় না করে, বসে বসে গোসল করবে,
লোকসমাগমের স্থানে গোসল করবে না। পবিত্র জায়গায় গোসল করবে। ডান দিক থেকেগোসল শুরু করবে। (বাদায়েউস সানায়ে ১/৩৪, রদ্দুল মুহতার ১/৯৪)
১২।বাহ্যিক অঙ্গের চুল পরিমাণ জায়গাও শুকনো থাকলে ফরজ গোসল শুদ্ধ হবে না। ( আবু দাউদ ২৫৯,শরহে মুখতাসারুত তাহাভি ১/৫১০)
১৩।নেইলপলিশ, রং বা সুপার গ্লু ইত্যাদি যা শরীরে পানি পৌঁছার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়, তাউঠিয়ে নিচে পানি পৌঁছানো জরুরি, অন্যথায় গোসল শুদ্ধ হবে না। (ফাতাওয়া হিন্দিয়া ১/১৩)
১৪। ফরজ গোসলে পুরুষের দাড়ি ও মাথার চুল গোড়াসহ সম্পূর্ণ ভালোভাবে ভিজতে হবে।নারীদের চুল বাঁধা থাকলে খোলা ছাড়া যদি চুলের গোড়ায় পানি পৌঁছানো সম্ভব হয়, তাহলেনা খুলে শুধু গোড়ায় পানি পৌঁছানোই যথেষ্ট। আর যদি চুল খোলা থাকে তাহলে পুরুষেরমতো সম্পূর্ণ চুল ধৌত করা ফরজ। (বাদায়েউস সানায়ে ১/৩৪, রদ্দুল মুহতার ১/১৪২)
১৫। ফরজ গোসলে নারীদের কান ও নাকফুল নাড়িয়ে ছিদ্রে পানি পৌঁছানো জরুরি। (আলমুহীতুল বুরহানি ১/৮০)
কানের ভেতর ও নাভিতে পানি পৌঁছানোর ক্ষেত্রে বিশেষ সতর্কতা জরুরি।
১৬। গোসলের ভেজা কাপড় বালতি বা এধরনের ছোট পাত্রে ধোয়া হলে তিনবার ধুয়েতিনবার নিংড়াবে। তবে নাপাক কাপড় যদি প্রবহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপেরপানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায়তাহলে তা পাক হয়ে যাবে। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়।
(রদ্দুল মুহতার ১/৩৩৩, আলবাহরুর রায়েক ১/২৩৭, ফতুয়ায় হক্কানিয়া ২/৫৭৪, জামেউলফতুয়া ৫/১৬৭)
এটাই হচ্ছে গোসলের পরিপূর্ণ সঠিক পদ্ধতি ।
[বিঃদ্রঃ অনেকই মনে করেন গোসল শেষে নামাজ পড়তে চাইলে আবার নতুন করে অজুকরতে হবে। এটা ভুল, এইভাবে গোসল করলে আবার নতুন করে অজু করা লাগবে না। তবেগোসলের মাঝে যদি অজু ভঙ্গের কোন কারণ পাওয়া যায় তাহলে আবার অজু করবে।
আল্লাহর আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক আমিন।
লিখেছেন
হাফেজ–মাওলানা মোহাম্মদ ফয়সাল আরাবি।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।