শেয়ারবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের (SONALIANSH) ক্যাটাগরি উন্নীত করা হয়েছে।
কোম্পানিটি আগামীকাল ১৮ নভেম্বর ২০২৪, থেকে কার্যকর বিদ্যমান ‘জেড’ বিভাগ থেকে ‘এ’ ক্যাটাগরিতে স্থান পাবে কারণ কোম্পানিটি ৩০ জুন ২০২৩ তারিখে সমাপ্ত বছরের জন্য ১০ শতাংশ নগদ এবং ১০০ শতাংশ স্টক লভ্যাংশ বিতরণ সম্পন্ন করেছে।
ঢাকা স্টক এক্সচঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তবে ক্যাটাগরি পরিবর্তনের কারণে আগামী ৭ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ঋণ সুবিধা দিতে ব্রোকার হাউজ এবং মার্চেন্ট ব্যাংককে নিষেধ করেছে ডিএসই। যা আগামীকাল ১৮ নভেম্বর ২০২৪ তারিখ থেকে কার্যকর হবে।
উল্লেখ্য, এর আগে গত ২ অক্টোবর (বুধবার) কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি দেয়া হয়েছিল ।
আগামীকাল ১৮ নভেম্বর ২০২৪ তারিখ, ৩০ জুন ২০২৪ সমাপ্ত বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করবে বলে জানিয়েছে কোম্পানিটি।