চলতি বছরের শেষ মাস ডিসেম্বরের প্রথম ১৪ দিনে দৈনিক গড়ে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৯ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৫৭১ মার্কিন ডলার।
যা বাংলাদেশী মুদ্রায় দাঁড়ায় এক হাজার ১৭৫ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার ৬০০ টাকা (প্রতি ডলার ১১৯ টাকা ১৪ পয়সা হিসেবে)। গত রোববার (১৫ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।
প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বর প্রথম ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ১৩৮ কোটি ১৩ লাখ ৬০ হাজার ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১৬ হাজার ৪৫৭ কোটি ৫২ লাখ ৩০ হাজার ৪০০ টাকা। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছে ৯ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৫৭১ ডলার। আগের বছরের (২০২৩ সাল) ডিসেম্বরে প্রবাসী আয় এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার। আর মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল ছয় কোটি ৪২ লাখ ৩৪ হাজার ১৯৩ ডলার। এই সময়ের ব্যবধানে দৈনিক গড়ে প্রবাসী আয় বেড়েছে তিন কোটি ৪৪ লাখ ৩৪ হাজার ৩৭৮ ডলার বা ৫৩ দশমিক ৬১ শতাংশ।
অন্যদিকে, চলতি বছরের গত নভেম্বরে প্রবাসী আয় এসেছিল ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার। মাসটিতে দৈনিক গড়ে প্রবাসী আয় দেশে এসেছিল সাত কোটি ৯ লাখ ৫১ হাজার ৯৩৫ ডলার। গত নভেম্বর তুলনায় চলতি ডিসেম্বরে দৈনিক গড়ে প্রবাসী আয় বেড়েছে দুই কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৬৩৬ ডলার।
প্রতিবেদনে আরও বলা হয়, চলতি ডিসেম্বরের প্রথম ১৪ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে প্রবাসী আয় এসেছে ৮৬ কোটি পাঁচ লাখ ৪০ হাজার মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় দাঁড়ায় ১০ হাজার ২৫২ কোটি ৪৭ হাজার ৩৫৬ টাকা। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত্ব ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৪ কোটি ৭৫ লাখ ৬০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ছয় কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলার।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।