বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান বারাকা পাওয়ার লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি সিলেটের একটি হোটেলে হাইব্রিড পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্বাগত বক্তব্য দেন চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। কোম্পানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় আরো বক্তব্য দেন এমডি ফাহিম আহমদ চৌধুরী।
সভায় কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এ সময় সর্বসম্মতিক্রমে শেয়ারহোল্ডারদের জন্য ৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশসহ বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়।