দেশে বেড়েছে খেজুরের আমদানি শুল্কছাড় সুবিধায়। আমদানিকারকদের তথ্য অনুযায়ী, কেজিতে ১৩০ টাকা পর্যন্ত কমেছে আমদানি ব্যয়।
কিন্তু সেই প্রভাব নেই খুচরা বাজারে। বিক্রেতাদের অভিযোগ, পাইকারি বাজারে রয়েছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।
ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার ঢাকার বুড়িগঙ্গা নদীর পাড়ের বাদামতলী। যার সঙ্গে সংযোগ গোটা দেশের ছোট-বড় ফল ব্যবসায়ীদের। রমজান মাসকে সামনে রেখে মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আমদানি করা খেজুরের চালান ঘিরে বাদামতলীতে থাকে ব্যস্ততা।
মাস দুয়েক আগে খেজুর আমদানি শুল্ক ৬৩ শতাংশ থেকে ৩৮ শতাংশে নামিয়ে আনে জাতীয় রাজস্ব বোর্ড। মূলত রোজায় খেজুরের দাম সহনীয় রাখতে অন্তত ২৫ শতাংশ শুল্ক কমানো হয়। যে কারণে প্রতি কেজি খেজুরের আমদানি খরচ ১৩০ টাকা পর্যন্ত কমেছে।
আগামী ৩১ মার্চ পর্যন্ত খেজুর আমদানিতে শুল্কছাড় সুবিধা মিলবে। এ সময়ে দুই লাখ টন খেজুর আমদানির সম্ভাবনা দেখছে ট্যারিফ কমিশন।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।