দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল সূচক অল্প বাড়লে ও আজ ডিএসইতে টাকার অংকে লেনদেন গতদিনের চেয়ে কমেছে। আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫০৭.৫৭ কোটি টাকার শেয়ার।
যা গতদিন ছিল ৫৩২.৪১ কোটি টাকার শেয়ার। আজ ডিএসইতে গতদিনের চেয়ে ২৪.৮৪ কোটি টাকার কম শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
লেনদেনে আজ মূল সূচক ডিএসইএক্স সূচক ৫.৫২ পয়েন্ট বেড়ে, অবস্থান করছে ৬২১৫.০৪ পয়েন্টে। এছাড়া ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫৭.৫৮ পয়েন্টে। ডিএস ৩০ সূচক ০.২৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ২১৯৯.০৪ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৩৪ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ৫২ টির, কমেছে ১১১ টির এবং অপরিবর্তিত ছিল ১৭১ টির।
অপর দিকে দেশের ২য় শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক নাম মাত্র বাড়লেও লেনদেন গতদিনের চেয়ে কম লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ০.৭০ পয়েন্ট বেড়ে সূচক অবস্থান করছে ১৮৩২১.৬৩ পয়েন্টে।
আজ সিএসইতে ৫.২৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গতকাল ছিল ১৩.৩৩কোটি টাকা। আজ সিএসইতে গতদিনের চেয়ে মাত্র ৮.০৭ কোটি টাকার কম শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।
আজ সিএসই তে মোট ১৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৫ টির, কমেছে ৪৮ টির এবং অপরিবর্তিত ছিল ৬০ টির।
আজও গত দিনের মতন ৫০০ কোটির বেশি লেনদেন হওয়াতে বিনিয়োগকারীদের কিছুটা খোশ মেজাজে দেখা গেল।বিশেষ করে ইন্সুইরেন্স খাতের বিনিয়োগকারীদের অনেক মাস পরে কিছুটা উৎফুল্ল হতে দেখা গেল।