আগেই গাজীপুরে কেয়া গ্রুপের ৪টি কারখানা বন্ধ ঘোষণার ২১ দিনের মাথায় আগামী ২০ মে থেকে কোম্পানিটির আরও দুই প্রতিষ্ঠান স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার (২১ জানুয়ারি) জারি করা এক নোটিশে শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীদের বাংলাদেশ শ্রম আইনের বিধি অনুযায়ী সব পাওনা কারখানা বন্ধের পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হবে বলে জানানো হয়েছে।
প্রতিষ্ঠান দুটি হলো, নিট কম্পোজিট ডিভিশন, ডাইং ও ইউটিলিটি বিভাগ। বিষয়টি নিশ্চিত করেছেন কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন।
তিনি বলেন, আমাদের আগের বন্ধ ঘোষণা করা চারটি কারখানার সঙ্গে যুক্ত ডায়িং ও ইউটিলিটি বিভাগের অংশ পূর্বের নোটিশের ১ মে থেকে বন্ধ না করে চালু রাখার চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যাংকের অসহযোগীতাসহ বিভিন্ন কারণে সেটিও চালু রাখা সম্ভব হচ্ছে না।
তিনি আরও বলেন, কারখানাগুলো ১ জানুয়ারি থেকে চালু আছে, ৩০ এপ্রিল পর্যন্ত চালু থাকবে। ১ মে থেকে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে এসব কারখানা। কর্মকর্তা-কর্মচারীরা তাদের পাওনাদি পাবেন।
কারখানা বন্ধের কারণ হিসেবে বর্তমান বাজার অস্থিতিশীলতা, ব্যাংকের সঙ্গে হিসাবের অমিল, কাঁচামাল অপর্যাপ্ততা ও কারখানার উৎপাদন কার্যক্রমের অপ্রতুলতাকে দায়ী করেছে কোম্পানি কর্তৃপক্ষ।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।