সরকার যতটা ভ্যাট নির্ধারন করেছে, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে তারচেয়ে বেশি দাম বাড়িয়েছেন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এ বিষয়ে কয়েকদিনের মধ্যেই তাদের সঙ্গে বৈঠক হবে। বাজেটের সময়ও ভ্যাটের বিষয়ে দেখা হবে।
আজ মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির আলাদা সভা শেষে এ সব কথা বলেন তিনি।
অর্থ উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার এ জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে এটা সহনীয় মাত্রায় আসতে আরো অন্তত তিন মাস সময় লাগবে।
Author
-
'ঢাকা শেয়ার বাজার ডট কম' একটি নির্ভরযোগ্য শেয়ার বাজার ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল। অর্থ ও বাণিজ্য, রাজনীতি, সমাজ ও সংস্কৃতি, প্রতিবেদন, বিশ্লেষণমূলক লেখা প্রকাশ করে।
View all posts
'ঢাকা শেয়ার বাজার ডট কম' শেয়ার মার্কেটের প্রয়োজনীয় সকল তথ্য সততার সহিত পরিবেশন করে এবং কোন সময় অতিরঞ্জিত, ভুল তথ্য প্রকাশ করেনা এবং গুজব ছড়ায়না, বরং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে বদ্ধ পরিকর। এটি একটি স্বাধীন, নির্দলীয় এবং অলাভজনক প্রকাশনা মাধ্যম।